Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণে রংপুরে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২২:৫০

রংপুর: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রংপুরে মোমবাতি জালিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্রতিবাদী সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এমন আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। টানা দেড়ঘণ্টা চলে এই কর্মসূচি। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অবিভাবক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেয়।

মোমবাতি প্রজ্বালনে শিক্ষার্থীরা ‘আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে পুরো এলাকা।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশি হয়রানি বন্ধ ও এ পর্যন্ত আটক ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা।

সারাবাংলা/এমও

কোটা সংস্কার আন্দোলন মোমবাতি প্রজ্জ্বলন রংপুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর