Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুধারাম থানায় গুলির অভিযোগ, আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২৩:৩৬

নোয়াখালী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ থেকে সুধারাম মডেল থানায় গুলির অভিযোগ উঠেছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শনিবার (৩ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমঅ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন দুর্বৃত্তরা সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র থেকে এক রাউন্ড গুলি ছোড়ে। এমনকি এ সময় থানায় ইট-পাটকেল এবং ঢিলও ছুড়তে থাকে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও জানালার কাঁচ ভেঙে যাওয়াসহ ক্ষয়ক্ষতি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমঅ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে, একইদিন বিকেল পৌনে ৫টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগে উঠেছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ থানায় গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর