Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিকের দ্রুততম মানবী হয়ে জুলিয়েনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ০৯:৩৩

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তাকে ফেভারিট মানেননি কেউই। সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড সবাই চমকে দিয়েই গড়েছেন ইতিহাস। ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব চ্যাম্পিয়ন শাকারি রিচার্ডসনকে হারিয়ে সোনা জিতেছেন জুলিয়েন। সেন্ট লুসিয়ার হয়ে অলিম্পিকে প্রথম সোনা জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টকে মানা হয় অলিম্পিকের অন্যতম সেরা ইভেন্ট। মেয়েদের এই ইভেন্টে জুলিয়েন সময় নিয়েছেন ১০.৭২ সেকেন্ড। ১১ সেকেন্ডের জন্য অলিম্পিক রেকর্ড ছোঁয়া হয়নি তার। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন। ১০.৯২ সেকেন্ডে ব্রোঞ্জ উঠেছে আরেক যুক্তরাষ্ট্র স্প্রিন্টার মেলিসা জেফারসনের হাতে।

সোনা জিতেই নতুন এক কীর্তি গড়েছেন জুলিয়েন। মাত্র এক লাখ ৮০ হাজার মানুষের দেশ সেন্ট লুসিয়া অলিম্পিকে এর আগে কখনোই সোনা জিততে পারেনি।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর