Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ম সোনা জিতে ইতিহাসের পাতায় লেডেকি

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ১০:০৮

মেয়েদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে তিনি নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডকি এবার গড়লেন নতুন ইতিহাস। এবারের অলিম্পিকের ৮০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে সোনা জিতে ক্যারিয়ারের ৯ম সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি। অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মাঝে এটিই যৌথভাবে সর্বোচ্চ সোনা।

প্যারিস অলিম্পিকে ৩টি সোনা জিতে আগেই মেয়েদের মাঝে সবার উপরে ছিলেন লেডকি। মেয়েদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতে এবারের আসরের চতুর্থ সোনা জিতেছেন তিনি। লেডকি সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার টিটমাস, ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের পেইজ ম্যাডেন।

বিজ্ঞাপন

অলিম্পিকের ইতিহাসে মেয়েদের মাঝে সর্বোচ্চ ৯ সোনা নিয়ে সবার উপরে ছিলেন সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত এই সোনা জিতেছেন তিনি। এবার তার সেই অনন্য কীর্তি ছুঁয়েছেন লেডকি। লেডকির সামনে এখন লাতিনিনাকে ছাড়িয়ে সবার উপরে ওঠার হাতছানি।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর