Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ এলাকায় উত্তেজনা, ইট-পাটকেল নিক্ষেপ, মোটর সাইকেলে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১১:২২ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১২:৪২

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় অবস্থান নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

বিএসএমএমইউ এর ডি ব্লক ভবনের বাইরের অংশে এ সময় বিক্ষিপ্ত ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় বেশ কয়েকটি বাসেও ভাঙচুর চালানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ভবনের বাইরে মূল সড়কে অবস্থান করছেন। এদিকে ভবন এলাকায় বিএসএমএমইউএর নিরাপত্তা রক্ষী ও স্টাফরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে,  হাসপাতালের ভেতরে পার্কিং করে রাখা মোটরসাইকেলে কে বা কারা আগুন লাগিয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।

সারাবাংলা/ইউজে/একে

কোটা আন্দোলন কোটা সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর