মহাসড়ক অবরোধ করে লোহাগাড়া থানায় হামলা-ভাঙচুর
৪ আগস্ট ২০২৪ ১২:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে লোহাগাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীদের মোকাবিলা করে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্নস্থানে ব্যারিকেড দিয়ে বিক্ষোভের এক পর্যায়ে থানায় হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সারাবাংলাকে বলেন, মহাসড়কে আন্দোলনের একপর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে লোহাগাড়া থানায় আক্রমণ করা হয়। থানার সামনে রাখা আলামত হিসেবে জব্দ করা কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। থানার জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা মূল থানা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে মহাসড়ক অবরোধ করে চলা বিক্ষোভ রাত দেড়টার পর পুলিশ টিয়ার সেল, ফাঁকাগুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। রাত পৌনে ২টার দিকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এরপর থেকে রোববার (৪ আগস্ট) সকাল পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/ইআ