ভোলায় বৈষম্যবিরোধীদের সঙ্গে আ.লীগের ব্যাপক সংঘর্ষ, আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৫:১৭
৪ আগস্ট ২০২৪ ১৫:১৭
ভোলা: ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় গ্রুপের অন্তত ২০/৩০ জন আহত হয়েছে।
এসময় বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। রোববার (৪ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
এছাড়াও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাংলাস্কুল মোড় এলাকায় এলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পবরর্তীতে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে বলে জানা গেছে।
সারাবাংলা/এমও