Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সংঘর্ষের সময় গুলিতে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট 
৪ আগস্ট ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ২১:৪৩

ঢাকা: রাজধানীর জিগাতলায় সংঘর্ষের ঘটনায় হাবিবুল্লাহ বাহার কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ সিদ্দিকি (২২)।

রোববার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধু জহিরুল ইসলাম জানান, নিহত আব্দুল্লাহ সিদ্দিক হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিল। রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হন তিনি।

ওই শিক্ষার্থী পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় থাকেন। বাবার নাম আবু বক্কর সিদ্দিকি।

এর আগে, জিগাতলা মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

কলেজ ছাত্র টপ নিউজ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর