Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে ৩দিন ব্যাংক-বিমা-শেয়ারবাজার বন্ধ

স্পেশাল করেসপন্ডে
৪ আগস্ট ২০২৪ ২১:০৮

ঢাকা: আগামী তিন দিন (সোম-মঙ্গল-বুধবার) ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার এবং ব্যাংকবর্হিভূত সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

এদিন বিকেলে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ।

সারাবাংলা/জিএস/পিটিএম

বন্‌ধ বিমা ব্যাংক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর