Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা জিতে ক্যারিয়ারের ‘গোল্ডেন স্ল্যাম’ জোকোভিচের

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২৪ ০৯:৪৬

টেনিস ক্যারিয়ারে জেতা হয়ে গেছে সবই। দীর্ঘ সাফল্যময় ক্যারিয়ারে নোভাচ জোকোভিচের অপ্রাপ্তি ছিল শুধু এই অলিম্পিকের সোনাটাই। খুব সম্ভবত নিজের শেষ অলিম্পিক খেলতে নেমে জোকোভিচ পূর্ণ করেছেন সেই চক্রও। প্যারিস অলিম্পিকে শ্বাসরুদ্ধকর এক ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে ক্যারিয়ারের ‘গোল্ডেন স্ল্যাম’ পূরণ করলেন জোকোভিচ।

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন আলকারাজ। ফাইনালে ৩৭ বছর বয়সী জোকোভিচকে দারুণ টেক্কা দিয়েছেন তরুণ এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে জিতেছে জোকোভিচের অভিজ্ঞতাই। ২ ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ে জোকোভিচ জিতেছেন ৭-৬ ( ৭/৩), ৭-৬ ( ৭/২) গেমে।

নিজের পঞ্চম অলিম্পিক খেলতে নামা জোকোভিচ সোনা জয়ের পর কান্নায় ভেঙে পড়েন। ১৬ বছরের অপেক্ষার পর টেনিসে সবকিছু জয় করা হয়ে গেল তার। টেনিস ইতিহাসের মাত্র ৫ম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের পর অলিম্পিকে সোনা জিতে গোল্ডেন স্ল্যাম জেতার ইতিহাসও গড়লেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসের।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর