Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ১৩:৪১ | আপডেট: ৫ আগস্ট ২০২৪ ১৪:৩৭

ঢাকা: কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সরকার পতনের এক দফা দাবি পূরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টায় সেনাপ্রধান এ ভাষণ দেবেন।

আইএসপিআর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি বলেছে, সেনাপ্রধানের ভাষণ পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান। ওই বৈঠক শেষে তিনি ভাষণ দেবেন জনগণের উদ্দেশে।

এর আগে আইএসপিআর জানিয়েছিল, সেনাপ্রধান দুপুর ২টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। পরে দুপুর ২টার দিকে আইএসপিআর আরেক বার্তায় জানিয়েছে, দুপুর ২টার পরিবর্তে ৩টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

সারাবাংলা/টিআর

ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর