গণভবনে হাজারও মানুষ
৫ আগস্ট ২০২৪ ১৭:০২
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই মিছিল নিয়ে হাজারো মানুষ গণভবনের ভেতরে ঢুকে পড়েন। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে উল্লাস করতে করতে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা।
এসময় অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। কারো হাতে টেলিভিশন, ফুলের টব, বালতি, এমনকি মাছ, মাংস নিয়েও বের হতে দেখা গেছে।
এদিকে, শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়ে বিভিন্ন সূত্র বলছে, সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গের পথে রওয়ানা দেন শেখ হাসিনা।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি।
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রোড টু মার্চ’ কর্মসূচির মধ্যেই দেশ ছাড়লেন সরকারপ্রধান শেখ হাসিনা। আন্দোলনকারীরা সবশেষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। কোটা সংস্কার আন্দোলন এক মাসের ঘটনাপ্রবাহে গত শনিবার (৩ আগস্ট) সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।
এরপর গতকাল রোববার (৪ আগস্ট) আন্দোলনকারীরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করেন। এ দিন সারা দেশে নানামুখী সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ প্রায় একশ মানুষ মারা যান।
সারাবাংলা/ইউজে/এনইউ