Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিহিংসা-প্রতিশোধ নয়, শান্ত থাকুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ২০:২০

চট্টগ্রাম ব্যুরো: পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রামবাসীকে শান্ত থেকে কেউ যাতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং নগর কমিটির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

সোমবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রাস্তায়-রাস্তায় উল্লসিত জনতার উদ্দেশে বিভিন্ন পথসভায় দেয়া বক্তব্যে মীর হেলাল এ আহ্বান জানান। অন্যদিকে নগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক বিবৃতিতে একই আহ্বান জানিয়েছেন।

পথসভায় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আমাদের দলের নেতাকর্মীসহ চট্টগ্রামবাসীকে আমি অভিনন্দন জানাই। একইসঙ্গে দলের নেতাকর্মীদের বলতে চাই, আওয়ামী লীগের পতনের পর মানুষের যেভাবে রাস্তায় বেরিয়ে উল্লাস করছে, সেই দিন যেন আমাদের কোনোদিন দেখতে না হয়। আমরা বিএনপির নেতাকর্মীরা প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’

’১৫ বছরের দুঃশাসনের পর আজ জনরোষের মুখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমরা কখনো এমন কিছুই করবো না, যাতে আমাদের অবস্থাও তেমন হয়। আমরা পালাতে চাই না। আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশেই থাকতে চাই। সুতরাং সবাইকে প্রতিহিংসা বা প্রতিশোধের বশবর্তী না হয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি,’ – বলেন মীর হেলাল।

এদিকে নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। শত, শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে। সেনাপ্রধান বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের মতামতের ভিত্তিতে খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন।’

‘চট্টগ্রামের সর্বস্তরের জনতা রাজপথে নেমে এসেছেন, বিজয় উল্লাস করছেন। আমরা বীর জনতাকে অভিবাদন জানাই। একইসঙ্গে আমাদের আহ্বান, সেনাপ্রধানের ঘোষণার পর আমাদের শান্ত থেকে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে ধৈর্য্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। বহু প্রাণের বিনিময়ে এ বিজয় এসেছে। তাই ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না। এ দেশ আমাদের। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ সঠিক পথে অগ্রসর হবে।’

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর