Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, ৩ মাসের মধ্যে জাতীয় ভোট

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ২২:৫৮

ঢাকা: আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়াও তারেক রহমানের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হবে।’

ফখরুল জানান, আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন।

 

এদিকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, রাতেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসবে। দুই-একদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি দেশ পরিচালনা করবেন। মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে আমরা এমন একজনকে প্রস্তাব করব; যাকে দেশের সব মানুষ মেনে নেবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে সেটির বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে এই সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে আলোচনা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ টু ঢাকা কর্মসূচির পরিপ্রেক্ষিতে এক দফা দাবির ‍মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি দেশত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।

সারাবাংলা/জিএস/একে

আওয়ামী লীগ জামায়াত টপ নিউজ প্রধানমন্ত্রীর পদত্যাগ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর