Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

ঢাবি করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ২৩:০৫

সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেওয়ার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম এই অভ্যুত্থানকে শহিদ ছাত্র–জনতাকে উৎসর্গ করার ঘোষণা দেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, রিফাত রশীদসহ বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক উসকানি দিয়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে— এমন আশঙ্কার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন,‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আমাদের দেশের এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। এসব চেষ্টা ব্যর্থ করে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতা নষ্টের সবধরনের প্রচেষ্টা রুখে দিতে হবে।’

সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণা করে সরকার গঠন করলে সেটা মেনে নেবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো সরকারকে গ্রহণ করব না। সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে সরকার গঠন করলে আমরা সেটিও গ্রহণ করব না।’

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমেই আমাদের দাবি বিশ্বে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যম সবসময় আমাদের সহযোগী ছিল। আমরা রাজপথে আন্দোলন করেছি, আপনারা সারা বিশ্বে তা ছড়িয়ে দিয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো দেশবাসীকে আহ্বান জানাব।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

অন্তর্বর্তীকালীন সরকার টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রূপরেখা

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর