Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেল ৩টার মধ্যে সংসদ বিলুপ্তির আল্টিমেটাম সমন্বয়কদের

ঢাবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৪:০৯

ঢাকা: বিদ্যমান দ্বাদশ জাতীয় সংসদ আজ বিকেল ৩টার মধ্যেই বিলুপ্ত করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এই আল্টিমেটাম দেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

ভিডিও বার্তায় নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল (বুধবার) কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখার কথা জানান নাহিদ ইসলাম। ড. ইউনুস এই ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় দেওয়া ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছে। এই সরকারের অন্য সদস্য কারা হবেন—সেটিও নির্ধারিত হয়েছে।

তবে ভিডিও বার্তায় অন্য সদস্যদের নাম জানাননি নাহিদ ইসলাম।

সারাবাংলা/আরআইআর/ইআ

আল্টিমেটাম সংসদ বিলুপ্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর