সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৪:৫৩
৬ আগস্ট ২০২৪ ১৪:৫৩
ঢাকা: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। অবৈধভাবে যাতে কেউ যাতায়াত করতে না পারে সে জন্য বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অবৈধভাবে যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের লং মার্চ কর্মসূচির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এর একদিন পার না হতেই সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর সেনাবাহিনীর হাতে ক্ষমতা রয়েছে।
সারাবাংলা/ইউজে/ইআ