ঢাকা: সারাদেশে কর্মরত পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এই আহ্বান জানান। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি।
আইজিপি বলেন, ‘জনগণ ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় যেসব পুলিশ সদস্য জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রতিটি হত্যার বিচার করা হবে।’
রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের সদস্য ও স্থাপনা সমূহে আক্রমণের যাতে কোনো ঘটনা না ঘটে সেজন্য সবাইকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে সাহসের সঙ্গে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’