Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারামুক্ত সাবেক ভিপি নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৭:৩৬

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় জামিনের পর মুক্তি পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তিনি কারামুক্ত হন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাকে জামিন দেন।

জানা যায়, সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় মামলায় জামিন চেয়ে আবেদন করেন।

এ সময় আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

কারামুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর