Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৭:৩৮

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল আনা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

শীর্ষ পদে রদবদল সেনাবাহিনী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর