কারামুক্ত হলেন নজরুল ইসলাম খান, আমীর খসরু, রিজভী
৬ আগস্ট ২০২৪ ১৮:২৭
ঢাকা: কারামুক্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টায় কেরাণীগঞ্জ কারাগার থেকে তারা মুক্ত হন। কারামুক্ত নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
কারামুক্তির পর রহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের কোটি কোটি ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানান রহুল কবির রিজভী।
১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারাদেশে ব্যাপক সহিংসতা, শতাধিক মানুষের মৃত্যু ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়-ক্ষতির পর সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
সারাবাংলা/এজেড/একে