Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক, খালাসে ধীরগতি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৩:০৩ | আপডেট: ৭ আগস্ট ২০২৪ ২০:০১

ফাইল ছবি: চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো: নিরাপত্তার শঙ্কায় চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম প্রায়ই অচল হয়ে আছে। তবে বন্দরের ভেতরে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

বন্দরের কর্মকর্তারা জানান, বন্দরের ভেতরে পণ্য ওঠানামা স্বাভাবিক আছে। তবে বন্দরে কাজ করা কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম ধীরগতিতে চলায় পণ্য খালাস তেমন হচ্ছে না। তাছাড়া দেশে গত কয়েকদিনের সহিংসতায় নিরাপত্তার শঙ্কায় সিএন্ডএফ এজেন্টরা পণ্য খালাস করছেন না। কাস্টমসের শুল্কায়নের কাজ শেষে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করতে পারেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক আছে। কিন্তু বন্দর এলাকার বাইরে নিরাপদ না থাকায় বন্দর থেকে পণ্য খালাস করছেন না আমদানিকরাকরা।

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে গত ২৪ ঘন্টায় পাঁচ হাজার টিইউজ কনটেইনার জাহাজ থেকে ওঠানো ও নামানো হয়েছে। ২২০ টিইউজ কনটেইনার পণ্য ছাড় হয়েছে। দুই হাজার ২০০ টিইউজ কনটেইনার বিভিন্ন ডিপোতে গেছে।

সোমবার (৫ আগস্ট) সরকার পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন থানায়। নিরাপত্তার জন্য সেদিন বিকেল থেকেই বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

সারাবাংলা/আইসি/ইআ

আমদানি-রফতানি চট্টগ্রাম বন্দর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর