ঢাকা: আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা ফুঁসে উঠেছেন। বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠানটির ভেতরে বিক্ষোভ করছেন।
এ সময় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। তাদের লেখা একটি পোস্টারে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসকে একের পর এক মামলা দিয়ে হয়রানকারী স্বৈরাচার আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তারা স্লোগান দেন, পালাইছেরে পালাইছে এনবিআর চেয়ারম্যান পালাইছে। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।