Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৫:৩৫

ঢাকা: এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

এদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। তিনি অ্যাটর্নি জেনারেল অফিসে পদত্যাগ পত্র জমা দেন। বুধবার (৭ আগস্ট) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ পদত্যাগ করেন।

গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ শুরু করেছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর