Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান’

সারাবাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৪ ১৬:০৮

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মালম্বীদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার মুন্সিরঘাটা এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে, তিনি রাউজান উপজেলার গহিরা এলাকায় বক্সে আলী চৌধুরী জামে মসজিদে তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন। হুম্মাম কাদের চৌধুরীকে এক নজর দেখার জন্য রাউজানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় চলে আসেন।

জনসভায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘গত ৩০ বছর ধরে আমরা রাউজানে সবসময় রক্তের রাজনীতি হিসেবে দেখে আসছি। আমরা ২০২৪ সালে এ রক্তের রাজনীতি শেষ করে নতুন রাউজান শুরু করতে চাই।’

‘আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে বলছি, আপনারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান। আপনারা জানেন একটা বাড়ি লুট হওয়া, নির্যাতন করা সেটা কতটা কষ্টের। আওয়ামী লীগ, বিএনপি বা যে পরিবারের হোক না কেন যাদের ওপর হয় তাদের কী যায় আপনারা সবাই জানেন।’

তিনি আরও বলেন, ‘রাউজানবাসীর কাছে আমার প্রথমবার কিছু চাওয়া, হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন। কোনো হিন্দু পরিবারের উপর আক্রমণ হওয়া মানে আমার পরিবারের উপর আক্রমণ হওয়া। লুটকারীরা যারাই হোক না কেন তাদের বিচার জনগণকেই করতে হবে।’

যারা লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘সাড়ে ষোলবছর পর আজ রাউজান একনায়তন্ত্রের জিম্মি থেকে মুক্ত হয়েছে। অন‍্যায় ভাবে তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। বাবার জানাজায় অংশ নিতে পারিনি।’

‘গত কয়েকদিন একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর হামলা ও অগ্নিসংযোগ করেছে। সেটা ইতিমধ্যে কারা করেছে, পুলিশ প্রশাসন জানে। তারপরও রাউজানে যেখানে হামলা হয়েছে সেগুলো আমি ঠিক করে দেব।’

জনভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, যুগ্ম আহ্বায়ক এস এম ইউসূফ, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সাহেদ, মো. খোরশেদ ও মো. আলী সুমন।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর