Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইরে অভিযান, জেলখানাকে নিরাপদ ভাবছে মাদক ব্যবসায়ীরা


৩ জুন ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ৩ জুন ২০১৮ ১৬:৪৬

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা : বাংলাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে একশোর বেশি মানুষ নিহতের পাশাপাশি আটক হয়েছে কয়েক হাজার ব্যক্তি। গত মাসের মাঝামাঝি এ অভিযান শুরুর পর সরকারের তরফ থেকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের কথা বলা হয়েছে।

মাদক বিরোধী অভিযান বিশেষ করে ইয়াবার জন্য আলোচিত কক্সবাজার এখন নতুন করে আলোচনায় এসেছে কাউন্সিলর মো. একরামুল হক হত্যার ঘটনায়। এ ঘটনার পর ভয় আর আতঙ্কে মাদক মামলায় কক্সবাজার কারাগারে আটক থাকা আসামিরা এখন আর জামিনের আবেদনই করতে রাজি হচ্ছেন না বলে জানাচ্ছেন আইনজীবীরা।

জেল সুপার বলছেন, অভিযান শুরুর পর আসামিদের জামিন আবেদন বা মুক্তির জন্য চেষ্টাই কমে গেছে।

পাবলিক প্রসিকিউটর মমতাজ আহমেদ বলছেন ব্যাপক অভিযানের কারণে আদালত জামিন আবেদন প্রায় নেই বললেই চলে।

একজন আইনজীবী বলছেন আসামিদের জামিনের জন্য তাদের পক্ষে যারা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরই এখন পাওয়া যাচ্ছে না।

কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ বলছেন, আজ রোববার কক্সবাজার কারাগারে মোট বন্দি সংখ্যা তিন হাজার ১৭৩ জন এবং মোট বন্দীর মধ্যে বেশিরভাগই অর্থাৎ ৬৫ ভাগই মাদক বিশেষ করে ইয়াবা মামলার আসামি।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযান শুরুর আগে গড়ে প্রতিদিন ১৫/২০ জন জামিনের আবেদন জানাত আদালতে বা তারা মুক্তি পাওয়ার চেষ্টা করত।

কিন্তু এখন গত কয়েকদিন আসামিদের পক্ষে এ ধরনের তৎপরতা একেবারেই কমে গেছে। খবর : বিবিসি।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর