পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতের দাবি উদ্যোক্তদের
৮ আগস্ট ২০২৪ ২৩:৫২
ঢাকা: পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাধারণ সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তারা এ দাবির কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র, জনতা এবং প্রশাসনের যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় সাধারণ সদস্যরা বুধবার (৭ আগস্ট) উত্তরায় বিজিএমইএ এর প্রধান কার্যালয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মতের ভিন্নতা থাকলেও ব্যবসায়িক সংগঠনে প্রচলিত নিয়মের বাইরে অশোভনীয়ভাবে সংস্কার দাবি কোনো মতেই গ্রহণযোগ্য নয়।
তারা বিজিএমইএ’র নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিদেশি ক্রেতাদের কাছে শিল্প ও বিজিএমইএ বিষয়ে নিঃসন্দেহে নেতিবাচক বার্তা যাবে, যা শিল্পের জন্য কোনভাবেই মঙ্গলজনক নয়। সভায় শিল্পের বর্তমান চ্যালেঞ্জসহ শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় বিজিএমইএ বোর্ড থেকে আরও উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক এবং পোশাক শিল্পের উদ্যোক্তারা।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম