Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওবায়দুল কাদেরের বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করার সামিল’


৩ জুন ২০১৮ ১৬:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের ‘হত্যাকাণ্ড’ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ‘মানবাধিকারকে ঠাট্টা করার সামিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা সম্পর্কে ওবায়দুল কাদের বলেছেন, ‘এ ধরনের মহৎ অভিযানে দুয়েকটি ভুল হতেই পারে।’ মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদেরের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করার সামিল। এর অর্থ খুনী-সন্ত্রাসীদের বেআইনি হত্যাকে স্বীকৃতি দেওয়া।’

‘কাউন্সিলর একরাম হত্যার অডিও, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। মানুষের দুঃখ-কষ্টকে নিয়ে এমন মন্তব্য তারাই করতে পারে যারা অবৈধ ক্ষমতায় মশগুল থেকে মানবিক গুণাবলী হারিয়ে ফেলে।’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘শুধু একরাম হত্যা-ই নয়, এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে প্রায় ১৩০ জনকে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে হত্যা করা হয়েছে আড়াইশ জনকে, যাদের বেশিরভাগই তরুণ। বিনা বিচারে এই হত্যার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে বিএনপির সিনিয়র এই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই, ড্রাগ চেইনের লিংক হিসেবে চুরি-চোট্টামি করা ছিঁচকে কিছু মানুষসহ প্রমাণহীন অজ্ঞাত মানুষের বিরুদ্ধে হত্যা অভিযান চালানো হচ্ছে। অথচ চেইনের শীর্ষে বসে থাকা অমিত ক্ষমতাধর গডফাদাররা বসে আছে কী করে?’jv

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রশ্ন হচ্ছে, সরবরাহের উৎস পথ আটকানো যাচ্ছে না কেন? তাহলে কারা বাংলাদেশের ভেতরে মাদক ঢুকতে সহায়তা করছে? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া কি উৎসমুখ খোলা থাকে? প্রশাসনের সহায়তায় এই উৎসমুখগুলো নিয়ন্ত্রণ করেন বদিদের মতো এমপিরা।’

সরকারই গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করেছে উল্লেখ করে বিজভী বলেন, ‘বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে গেল—  জাতি তা জানতে চায়।’

আওয়ামী সরকার বাংলাদেশে একটি এতিম জেনারেশন তৈরি করতে চায় মন্তব্য করে রিজভী বলেন, ‘বেআইনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার তাদের টিকে থাকার সমাধান খোঁজে। কিন্তু তারা ভুলে গেছে, অন্যায়ের প্রতিশোধ প্রকৃতি নিজেই নেয়। একটি বেআইনি হত্যা আরো অনেক হত্যাকে ডেকে আনে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, হায়দার আলী, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, আনোয়ার হোসেইনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

বিএনপি রিজভী রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর