Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

কুবি করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ০০:৩০

কুমিল্লা: শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের আগেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শততম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আরেক সিন্ডিকেট সদস্য জানান, ২০০৭ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটেই সবধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। সে আলোকেই আজ ১০০তম সিন্ডিকেট সভায় সবধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক সংগঠন কিংবা তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। সে জন্য নতুন করে নিষিদ্ধ করার কিছু নাই।

সারাবাংলা/পিটিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর