ভুয়া ভুয়া স্লোগান, বঙ্গভবনে ঢুকতে পারেননি মাহী বি চৌধুরী
৮ আগস্ট ২০২৪ ২৩:২৫
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের শপথের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। আমন্ত্রণ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে সে অনুষ্ঠানে অংশ নিতেও গিয়েছিলেন। তবে বঙ্গভবনে ঢোকার আগেই বাইরে উপস্থিত জমায়েতের তোপের মুখে পড়েন তিনি। ‘ভুয়া ভুয়া’ স্লোগানে শেষ পর্যন্ত আর বঙ্গভবনে ঢুকতেই পারেননি তিনি। গাড়ি ঘুরিয়ে ফিরে গেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে ঘটে এমন ঘটনা। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ব্যক্তিগত গাড়িতে করে তিনি সেখানে গিয়েছিলেন।
বঙ্গভবনের সামনে রাত ৮টা ৩৫ মিনিটের দেখা যায়, সাদা একটি গাড়ি বঙ্গভবনের ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় সেখানে উপস্থিত অনেককেই সেই গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়। সেখানে গিয়ে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। কেউ কেউ হাত দিয়ে গাড়িতে আঘাত করতে থাকেন। উত্তেজিত বেশ কয়েকজন গাড়িটির সামনে দাঁড়িয়ে যান।
সামনে এগিয়ে গিয়ে দেখা যায়, গাড়িতে চালকের পাশের আসনে বসে রয়েছেন মাহী বি চৌধুরী। উত্তেজিত জনতার সামনে তিনি আসনে বসেই করজোরে ক্ষমা চাইতে থাকেন। তবে তাতে জনতার উত্তেজনা প্রশমন হয়নি, গাড়ির পথও ছাড়েননি তারা। পরে বঙ্গভবনে প্রবেশ না করে গাড়ি ঘুরিয়ে গুলিস্তানের দিকে চলে যার মাহী।
মাহী বি চৌধুরীর বাবা ডা. বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন। রাষ্ট্রপতিও ছিলেন। মাহী নিজেও বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। পরে বদরুদ্দোজা চৌধুরী ও মাহী বিএনপি ছেড়ে বিকল্পধারা বাংলাদেশ দল গঠন করেন।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিকল্পধারা। সেবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাহী। তবে এ বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি।
সারাবাংলা/জিএস/টিআর
অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের শপথ বঙ্গভবন মাহী বি চৌধুরী