Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কারাগারে উত্তেজনা, কারারক্ষীদের ফাঁকা গুলি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ১৬:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে থাকা কয়েদিরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছিল।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নগরীর লালদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা শুনে কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকেন। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিক্ষোভ শুরু করেন। এরপর পর তারা ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পান। পরে সেনাবাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগার থেকে অনেকেই ছাড়া পাচ্ছেন শুনে অন্য আসামিদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না তাই বন্দিরা ভেতরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছেন।

আকতার নামে এক কারারক্ষী সাংবাদিকদের বলেন, ‘ছাত্ররা অনেকেই জামিনে বের হয়েছেন। এ সুযোগে তারাও যাতে বের হতে পারেন তাই উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছেন বন্দিরা। আমরা সেটাকে প্রতিহত করেছি। সেনাবাহিনীর সদস্যরা আসার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কেউ আহত হয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখন সব বন্দি নিরাপদ আছেন। বন্দিদের মধ্যে ২৫ জনের মতো জঙ্গি, নারীসহ দেড়শ জনের মতো কুকি-চিন সদস্য এবং শতাধিক মৃত্যুদণ্ড পাওয়া আসামি আছে।’

সারাবাংলা/আইসি/এমও

কারারক্ষী চট্টগ্রাম কারাগার টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর