Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন তুরস্কের ফার্স্ট লেডি

সিনিয়র করেসপন্ডেন্ট 
৯ আগস্ট ২০২৪ ১৭:৩১

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। এরপরই তার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা জানান এরদোয়ানপত্নী এমিন।

অভিনন্দনবার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন এমিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ‘এক্স’ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি।’

এমিন বিশ্বাস করেন, বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। তিনি লিখেছেন, ‘এই উপলক্ষ্যে, আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।’

সারাবাংলা/এমও

ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস তুরস্ক ফার্স্ট লেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর