Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরণার্থী দলকে ব্রোঞ্জ জিতিয়ে এনগ্যাম্বার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২৪ ১৯:৪৬

তারা কার্যত কোন দেশের নয়। ভাগ্যের নির্মম পরিহাসে শরণার্থী হয়েই জীবন কাটাচ্ছেন তারা। এরকম কিছু অ্যাথলেট মিলেই শরণার্থী দল হিসেবে এসেছেন অলিম্পিকে। তাদের মাঝেই একজন জিতে গেলেন ব্রোঞ্জ। বক্সিংয়ে ৭৫ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ জিতে শরণার্থী দলের হয়ে প্রথম পদক জয়ের কীর্তি গড়লেন উইনার জাঙ্কু এনগ্যাম্বা।

২০১৬ সাল থেকে অলিম্পিকে আসছে শরণার্থী দল। সেই দল এই প্রথম পদক জয়ের স্বাদ পেল। মেয়েদের ৭৫ কেজি ওজনের শ্রেণিতে ব্রোঞ্জ জিতে নতুন ইতিহাস গড়েছেন এনগ্যাম্বা। ইতিহাসে প্রথমবার শরণার্থী দলের কেউ অলিম্পিকে পদক পেল।

এনগাম্বার জন্ম ক্যামেরুনে। কিন্তু সমকামিতার অভিযোগে দেশে জায়গা হয়নি তার। গ্রেফতার হয়ে নির্বাসিত হওয়ার হুমকিতে দেশ ছাড়েন তিনি। ইংল্যান্ডে শরণার্থী হিসেবে আশ্রয় নেন এনগ্যাম্বা।

১৫ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করলেও নাগরিকত্ব পাননি তিনি। শরণার্থী হয়েই এবারের অলিম্পিকে এসেছিলেন তিনি। আর সেই এনগ্যাম্বাই ব্রোঞ্জ জিতে নতুন রেকর্ড গড়লেন।

সারাবাংলা/এফএম

প্যারিস অলিম্পিক ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর