স্বরূপে ফিরেছে জয়নুল ভাস্কর্য
১০ আগস্ট ২০২৪ ০৮:২৪
ময়মনসিংহ: ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি মেরামত করে স্বরূপে ফিরিয়েছেন ময়মনসিংহের শিল্পীরা। শিল্পাচার্যের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্থাপিত এই ভাস্কর্য তার স্বকীয় রূপ ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে নিরলস পরিশ্রমে বিকেলে ভাস্কর্যটির মেরামতের কাজ শেষ করে শিল্পীরা।
মেরামত ও পরিচ্ছন্নতা কাজে অংশ নেন চিত্রশিল্পী হোসাইন ফারুক, জয়ন্ত কুমার তালুকদার শিবু, হাসান মাসুদ, গৌতম কুমার দেবনাথ, বিশ্বজিৎ কর্মকার তপু, কবি ও সমাজসেবক আলী ইউসুফ, এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম, গোকুল চন্দ্র বসাক পাপন, মঈন উদ্দিন ঝুনু, আবৃত্তি শিল্পী সূর্য খান, সুনন্দিতা বিশ্বাস, শিক্ষার্থী নাহরীন আহমেদ নক্ষত্র, জয়িতা অর্পা, জওয়াতা আফনান, সিরাজান মুনীরা নিমফিয়া, অর্ঘ্য দাস অঙ্কুর, প্রিয় রঞ্জন দাস, শিশুশিল্পী অনিরুদ্ধ, জারিদ, অনুসমিতা প্রমুখ।
এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম সারাবাংলা’কে , বলেন, ‘আমরা আমাদের ঐতিহ্য-সংস্কৃতির শহরকে ক্ষতিগ্রস্ত করতে দিতে পারি না। আমাদের মনের তাগিদেই আমরা ইতিহাস সংস্কৃতিকে ধরে রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের শশী লজের ভিতরে থাকা ভেনাসের ভাস্কর্যটিও ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে থাকায় কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেটি শেষ হলে আমরা দ্রুততম সময়ের সংস্কার কাজ করতে পারব বলে আশা করি।’
সারাবাংলা/একে