Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৫:১৯

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দুপুর আড়াইটায় ফেসবুক লাইভে এসে বলেন, আপনাদের সঙ্গে একটি বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করছি। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। উনার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা আগামীকাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এবং আমি আশা করব যে খুব দ্রুত, কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

আপনাদের অবগতির জন্য আমি আরও জানাচ্ছি, আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্র পেয়েছি। অন্যদের (আপিল বিভাগের বিচারপতিদের) ব্যাপারে কোনো আপডেট নেই। আপনারা সবাই শান্ত থাকবেন। দেশের সম্পদ নষ্ট করবেন না। সবাই শান্ত থাকবেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন।

এদিকে প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট অঙ্গনে আন্দোনকারী শিক্ষার্থীদের ঢল নামে। সকাল ১১টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন ছাত্ররা। সেখানে তারা বিভিন্ন রকম স্লোগান দেওয়া শুরু করে।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মূলভবনসহ আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।

এদিকে সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। জানা যায়, বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

এর আগে, বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ।

এর আগে, গত ৮ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা শপথ গ্রহণ করে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

পদত্যাগ প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর