মরদেহ খালাসে টাকা দাবি করা খোকন লাল সাময়িক বরখাস্ত
১০ আগস্ট ২০২৪ ২০:৫১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ খালাসের ক্ষেত্রে টাকা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় খোকন লালকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলের নতুন ভবনের মর্গের ক্লিনার খোকন লাল হাসপাতালে মারা যাওয়া মৃতদেহের স্বজনদের কাছে দশ হাজার টাকা করে দাবি করেছিল।
গতকাল বৃহস্পতিবার তাকে হাতেনাতে আটকের পর ঘুষ নেওয়ার অভিযোগ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পরিচালক বলেন, ‘গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ অফিসে মরদেহ খালাসের সময় টাকা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সেই খোকন লালকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন থেকে মর্গ অফিসে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে কঠোরভাবে দৃষ্টি রাখা হচ্ছে।’
সারাবাংলা/এসএসআর/এমও