Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন পর বগুড়া সদর থানায় কার্যক্রম শুরু, লুট হয়েছে ৩৮টি অস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২৩:১৩

বগুড়া: ৪ দিন পর শনিবার (১০ আগস্ট) থেকে বগুড়া সদর থানার কার্যক্রম অস্থায়ী অফিসে শুরু হয়েছে। বগুড়া ডিবি অফিসের একটি কক্ষে সদর থানা পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছে। পুলিশকে অপারেশনাল কাজে সহায়তা করছেন সেনাবাহিনী।

অপরদিকে পুড়িয়ে ফেলা বগুড়া সদর থানার ধংসস্তূপ থেকে জিনিসপত্র সরিয়ে প্রাথমিক পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। রোববার থেকে এর সংস্কার কাজ শুরু হবে বলে পুলিশ জানিয়েছে। থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বগুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, বগুড়া সদর থানা থেকে ৩৮টি অস্ত্র লুট হয়েছে। তবে থানার মালখানা থেকে লুট হওয়া অস্ত্রের সংখ্যা এখনো বের করা যায়নি।

বগুড়ার পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, বগুড়ার সব থানায় প্রশাসনিক কাজ শুরু হয়েছে। পুলিশ টহলের কাজ শিগগিরই শুরু করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

বগুড়া বগুড়া সদর থানা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর