অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ব্রেক ড্যান্স ইভেন্ট। সেই ইভেন্টে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন কানাডার ফিল উইজার্ড। ফ্রান্সের ড্যানি ডানকে হারিয়ে সোনা জিতেছেন তিনি।
অলিম্পিকের শতবর্ষের ইতিহাসে এই প্রথম ছিল ব্রেক ড্যান্সের ইভেন্ট। প্যারিসের প্লেস দে লা কনকর্ডে অনুষ্ঠিত এই ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কানাডার উইজার্ড ও ফ্রান্সের ডান। তিন রাউন্ডের এই প্রতিযোগিতায় উইজার্ডের কাছে পাত্তাই পাননি ডান। দুর্দান্ত পারফর্ম করে সবাইকে মুগ্ধ করেছেন উইজার্ড।
বিচারকদের রায়ে অনেক এগিয়ে থেকেই জয় নিশ্চিত করেন ২৭ বছর বয়সী উইজার্ড। তিনি পেয়েছেন ২৩ ভোট, ডান পেয়েছেন মাত্র ৪ ভোট।