Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবী, মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


৩ জুন ২০১৮ ১৮:৪৩

।। স্টাফ করেসপনডেন্ট ‖

ঢাকা: রাজধানীর পল্লবী, মিরপুর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৩ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানকালে মিরপুরের সেকশন ১১, পল্লবী, এভিনিউ ৫ এ ২৫০টি স্থায়ী স্থাপনায় অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর, গার্ড রুম, সিঁড়ি, দেয়াল ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ৬০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সারাবাংলা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

এসও/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর