Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৯:৪৫

প্রতীকী ছবি

নওগাঁ: জেলার রাণীনগরে বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে দু’জন মারা গেছে। এদের মধ্যে একজন শিশু ও একজন কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রক্তদহ বিলে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। আর আহতরা হলেন- উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। তারা দু’জন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দু’টি ডিঙ্গি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যায়। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিলে তাদের দু’টি নৌকাই ডুবে যায় এবং সবাই বিলে পানিতে পড়ে যান। এ সময় বড়রা কয়েকজন সাঁতারে উপরে উঠলেও কয়েকজন তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দু’জন মারা গেছেন। আর দু’জন হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নৌকাডুবি বিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর