Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি ঢাকা চেম্বারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২০:০৩

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ও বিগত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠটির পক্ষ থেকো গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় যাদের জীবন ও জীবিকা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে ডিসিসিআই। এ ঘটনায় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়েছেন, অনেক পরিবার তাদের প্রিয় সন্তানদের চির বিদায় দিয়েছেন, এই অপূরণীয় ক্ষতি থেকে জাতিকে ঘুঁরে দাঁড়াতেই হবে।

বিজ্ঞাপন

রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ শোক ও সমবেদনা জানানো হয়।

কঠিন এই সময়ে জাতিকে একত্রিত করার দায়িত্বভার গ্রহণের জন্য ডিসিসিআই অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও স্বাগত জানায়। ডিসিসিআই এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে এবং তাদের হাত ধরে দেশের আইন-শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই প্রত্যাশা জানাচ্ছে। সেইসঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশও ফিরে আসবে সেই প্রত্যাশাও করে সংগঠনটি।

ডিসিসিআই যত দ্রুত সম্ভব বিভিন্ন নাশকতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানায়। বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। এ ব্যাপারে ডিসিসিআই সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠারও অনুরোধ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করা প্রয়োজন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে বেসরকারিখাতের প্রয়োজন দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা। রাজনৈতিক এবং আইনি পরিবেশ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধার্থে একটি অনুকূল পরিবেশ চালু করতে হবে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে, আমরা দেশে ও বিদেশে আমাদের ব্যবসা-বাণিজ্যের আস্থা পুর্নগঠন করতে সক্ষম হবো।

একটি টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে সাম্প্রতিক ক্ষয়-ক্ষতির পরিণতি কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার, বেসরকারিখাত এবং রাজনৈতিক দলগুলোসহ সকল স্টেকহোল্ডারদের কাছ থেকে সম্মলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ডিসিসিআই শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর