Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকা হালিমের পদত্যাগ

জবি করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২০:১৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ০০:২১

ঢাকা: শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি।

রোববার (১১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি হালিম বলেন, ‘আমি আজ মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছি।’

এর আগে, রোববার দুপুরে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালকদের পদত্যাগের আল্টিমেটামসহ, ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ, ছাত্রসংসদ কার্যকর করাসহ ১৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

অবরোধ থেকে সাদেকা হালিমকে পদত্যাগ করার জন্য সোমবার বেলা ৩টা পর্যন্ত সময় দেওয়া হয়। সেই সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন জবি উপাচার্য।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য এবং প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক সাদেকা হালিম।

সারাবাংলা/পিটিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ নিউজ পদত্যাগ সাদেকা হালিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর