Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোরআনের আইন অনুযায়ী পরিচালিত বাংলাদেশ চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২১:০৫

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, কোরআন-হাদিসের আইন অনুযায়ী পরিচালিত বাংলাদেশ চাই। সব ক্ষেত্রে সমান অধিকার চাই, সামাজিক ন্যায় বিচার চাই। ক্ষমতাসীন দলের লোকেরা সব পাবে, আর সাধারণ মানুষ না খেয়ে থাকবে— এমন বাংলাদেশ আমরা চাই না।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকার: কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় যারা জীবিকা নির্বাহ করে তারা মালিক হয়ে জনগণকে শোষণ করে। ক্ষমতাসীনদের সাত খুন মাপ, আর বিরোধীদলের নেতা-কর্মীরা আয়নাঘরে থাকবে— এটা আমরা চাই না। ভেদাভেদ মুক্ত সমাজে ন্যায়ের পক্ষে আমরা থাকতে চাই। ওসি, এসপি, ডিসি পরিবর্তন হলেও ঘুষ বন্ধ হয় না। তাই আমরা নীতির পরিবর্তন চাই।’

তিনি বলেন, ‘পাঁচ আগস্টের পরিবর্তনের পরে যারা জ্বালাও, পোড়াও, ভাঙচুর, চুরি, ডাকাতি করেছে তারা দেশকে পরিবর্তন করতে পারবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে।’

মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক দল না অরাজনৈতিক দল, তা বুঝতে পারছি না। আশা করি অবস্থান স্পষ্ট করে হেফাজত কাজ করবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ওলামা ও তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওলামা ও তোলাবাদের সম্পৃক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলা যায়নি তখন আমরা কথা বলেছি। আমরা বলেছি সেনাবাহিনী, ভারত, রাশিয়া ও চীন আপনাকে রক্ষা করতে পারবেন না। রক্ষা হয়নি।’

বিজ্ঞাপন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে, মুফতি রেজাউল করীম আবরার ও মাওলানা শামসুদ্দোহা আশরাফী’র যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মুফতি মোহাম্মদ আলী কাসেমী, মুহাম্মাদ হাসান আজহারী, মাওলানা মোস্তফা রহিম আজহারী, কবি মুসা আল হাফিজ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও মুফতি নোমান কাসেমী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের আইন বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর