Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান প্রেসক্লাবের নতুন সভাপতি ওসমান, গণি, সম্পাদক আলাউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২২:৩৮

বান্দরবান: পেশাজীবী সাংবাদিকদের নিয়ে বান্দরবান প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণিকে সভাপতি এবং এনটিভি, যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রোববার (১১ আগস্ট) বিকেলে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে পুনর্গঠিত এই কমিটির আত্মপ্রকাশ হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মুছা ফারুকী ও দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হোসাইন সম্রাট। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টিভি ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি জহির রায়হান এবং সময় টিভি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এন এ জাকির।

কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভি ও সারাবাংলা ডটনেটের প্রতিনিধি মো. ইসহাক। কমিটির বাকি সদস্যরা হলেন— দফতর সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, পাঠাগার সম্পাদক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মংসানু মার্মা এবং নির্বাহী সদস্য বিটিভি ও কালের কণ্ঠের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুল ইসলাম মুন।

বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট বাটিং মার্মা, আরটিভির মো. শাফায়েত হোসেন, একুশে টিভির নজরুল ইসলাম টিটু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মংখিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় পুনর্গঠিত কমিটির প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি বলেন, নবীন-প্রবীণ সবাই মিলেমিশে থাকতে চাই। এই প্রেসক্লাব বান্দরবান জেলায় কর্মরত সব সংবাদকর্মী ভাইয়ের, কারও একক সম্পত্তি না। দীর্ঘ দিন ধরে বান্দরবান প্রেসক্লাব একটি সিন্ডিকেটে আবদ্ধ ছিল। সেই সিন্ডিকেটটি ভেঙে সব সাংবাদিকদের জন্য উন্মুক্ত করেছি। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

এর আগে গত ৫ আগস্ট এক-তৃতীয়াংশ সাংবাদিকদের তোপের মুখে পড়ে পদত্যাগ করে প্রেসক্লাবের দখল হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এরপরই বান্দরবান জেলার অধিকাংশ সাংবাদিকদের সম্মতিক্রমে বান্দরবান প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হলো।

সারাবাংলা/টিআর

বান্দরবান বান্দরবান প্রেসক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর