Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব থেকে অব্যাহতি চান চবি উপাচার্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১১:৫৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৪:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবরে তিনি অব্যাহতি চেয়ে আবেদনপত্র পাঠান।

সোমবার (১২ আগস্ট) সকালে জানাজানির পর যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, উপাচার্য ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি সরাসরি চ্যান্সেলর বরাবরে আবেদন পাঠিয়েছেন গতকাল (রোববার)। আমরা আজ বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন। শিক্ষার্থীরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ মার্চ আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে এসেছিলেন।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর