Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৩:৪৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৩:৪৮

ঢাকা: ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে তার সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের কথা শুনবেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সংবাদ ব্রিফিং এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, পুলিশ কাজে ফিরে এসেছে আর কোনো ঘটনা ঘটবে না। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দূর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে। তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার।

সরকার সকল ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে জানিয়ে তিনি বলেন, হামলাকারীরা দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। আমরা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।

উপদেষ্টা বলেন, আজ হটলাইন চালু হবে। যেকারও বাড়িতে হামলা হলে যেন জানায়, পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নেবে।

হজ্ব ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, হজ্বযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরও কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ওয়াকফ সম্পত্তিতে গুলোতে দুর্নীতি ও দখলার নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর