Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ডেপু‌টি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৬:৩০

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপু‌টি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বরাবর তারা পদত্যাগের চি‌ঠি দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়টি নি‌শ্চিত করেছে।

পদত্যাগ করা শীর্ষ চার কর্মকর্তা হচ্ছেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের।

এর আগে, শীর্ষ কর্মকর্তাদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এসব আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি। এরপর একে একে চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন।

মহিউদ্দিন রনি বলেন, ‘গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।’

দুপুর ১টার মধ্যে চার কর্মকর্তার পদত্যাগের দাবি জানান তারা। দাবি মানা না হলে ছাত্র-জনতার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার শুক্রবার দুপুর ৩টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

পদত্যাগ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর