Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৬:৩৭

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় বৈঠক করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের বহনকারী গাড়ি প্রবেশ করতে শুরু করে। ৩টা ৪৫ মিনিটে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বহন করা প্রাইভেটকার যমুনায় প্রবেশ করে।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তারই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য্যরা যুমনায় এসেছেন।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর