Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি আন্দোলনকারীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৯:১৮

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থী-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে বিচার দাবি করেছেন তারা। এ ছাড়া, ‘খুনিদের পুনর্বাসনের’ বিষয়ে সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে এই সব কথা বলেন সংগঠনটির সমন্বয়করা।

শেখ হাসিনার ফাঁসি, ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করেন তারা।

সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সমাবেশে সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই। আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা উপদেষ্টা হয়েছেন—এই কথা ‘মনে করিয়ে’ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র-জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইবুনালের মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।’

ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না।’

‘বিপ্লবকে নস্যাৎ’ করার চেষ্টা চলছে জানিয়ে সমন্বয়কদের একজন সারজিস আলম বলেন, ‘আমরা পাঁচ আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর ছয় তারিখ থাকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে।’

ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ছাত্র জনতা সফল হতে দেবে না বলে জানিয়েছেন সারজিস আলম।

সারাবাংলা/আরআইআর/একে

আওয়ামী লীগ কোটা আন্দোলন কোটা সংস্কার ছাত্র আন্দোলন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর