রংপুর: রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মকর্তাকে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়টির শহীদ মুখতার ইলাহী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর এবার রংপুর মেডিকেল কলেজেও এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এছাড়াও গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেলসহ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী ও সহকারী পরিচালক ডা. মো. মজিদুল ইসলামকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে এই দুই কর্মকর্তাকে অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।